SUNAMGANJ I TEKER GHAT I SYLHET I ISHTIAK AHMED-2 I BANGLADESH I 2024

Teker Ghat

ISHTIAK AHMED-2

SUNAMGANJ I TEKER GHAT I SYLHET I ISHTIAK AHMED-2 I BANGLADESH I 2024

দেশবাসী ইতিহাস বলে, প্রাচীন Sylhet তিন ভাগে বিভক্ত ছিল। এগুলো হচ্ছে গৌড়, লাউড় আর জয়ন্তিয়া। ধারণা করা হয়, সুনামগঞ্জ (Sunamganj) এর তাহিরপুর ও আশপাশের এলাকা নিয়ে গঠিত ছিল সেই লাউড় রাজ্য। যার চিহ্ন পুরো এলাকা জুড়ে বিদ্যমান।

টেকের-ঘাট লাইম-স্টোন লেক জায়গাটি জনমানুষের মুখে মুখে বাংলাদেশের কাশ্মীর নামে পরিচিত। এছাড়া কেয়ারী লেক, আবার অনেকে নীলাদ্রি নামে ডেকে থাকেন নীল পানির কারণে। কেয়ারী –লাইম-স্টোন লেক এর অবস্থান সুনামগঞ্জের টেকের-ঘাট এ। টেকের-ঘাট চুনাপাথরের পরিত্যক্ত খনির খাদ থেকে এই লাইম-স্টোন লেক বা টেকের-ঘাট চুনাপাথরের লেক এর সৃষ্টি। নিজ চোখে না দেখলে হয় বিশ্বাসই করা কঠিন পানির রঙ এতটা নীল হতে পারে আর প্রকৃতির রূপ এত মায়াবী হতে পারে। মাঝের টিলা গুলা আর ওপাড়ের পাহাড়ের নিচের অংশটুকু বাংলাদেশ এর শেষ সীমানা। বড় উচু পাহাড়টিতেই সীমানা কাটা তারের বেড়া দেওয়া আছে। এই লেকটি এক সময় চুনা পাথরের কারখানার কাঁচামাল চুনা পাথরের সাপ্লাই ভাণ্ডার ছিল যা এখন নিঃশেষ হয়ে গেছে।

সুনামগঞ্জ (Sunamganj) এর  ট্যাকেরঘাটের খুব কাছেই লাকমাছড়া। এই এলাকাটি ঘুরে দেখার জন্য মোটরবাইক ঠিক করা যায়। ট্যাকেরঘাট থেকে মাত্র পাঁচ মিনিটে বাইক নিয়ে যাওয়া যাবে লাকমাছড়ায়।জাফলং আর বিছানাকান্দির মতই জলরাশি আর পাহাড়ে ঘেরা জায়গাটি। তবে এখনো খুব বেশি পর্যটক এখানে যাননি বলে পরিবেশটা বেশ নির্মল।দুস্টামি করে এক লাইনে বলতে পারি, লাকমাছড়া হলো, বিছানাকান্দির  লাইট ভার্সন। 

এখানে মেঘালয় পর্বতমালা থেকে প্রবাহিত ঝর্ণা ধারার পানি নেমে আসে। বর্ষাকালে পাহাড়ে বৃষ্টি হলে বাড়ে পানি বেগ।বিশাল বিশাল আকারের সব পাথর পাবেন পুরো এলাকা জুড়ে। চার পাশে মেঘালয় পর্বতের সারি। ধাপে ধাপে নেমে আসা পাহাড়। সেই সাথে পাহাড়ের কোল জুড়ে সাদা ঝর্ণা।পাহাড়ের গায়ে গড়ে উঠেছে অদ্ভুদ সুন্দর ঘরবাড়ি। পাহাড় কেটে বানানো রাস্তায় গাড়িও চলতে দেখবেন।

লাকমাছড়া দেখে এবার পালা, ট্যাকেরঘাট থেকে পশ্চিমে আরো ৫ কিলো যাওয়া। কারন ৫ কিলো পরেই একদম সীমান্ত ঘেষে অবস্থিত লালঘাট ঝর্ণা। বর্ষা কাল না হলে, আর পাহাড়ে বৃষ্টি না পড়লে যদিও নামমাত্র পানি থাকে এই ঝর্ণাতে। 

টেকেরঘাট থেকে ৫ কিলোমিটার পশ্চিমে শ্রীপুর উত্তর ইউনিয়নের সীমান্ত সড়কের লাগোয়া আদিবাসী পল্লীর পাশে লালাঘাট ঝর্ণাধারার অবস্থান। ভারত-বাংলাদেশ জিরো পয়েন্টের কাছে দৃষ্টিনন্দন লালঘাট ঝর্ণাধারা (Lalghat Waterfall) অবস্থিত। লালঘাট আদিবাসী পল্লীঘেঁষা এই ঝর্ণার স্বচ্ছ পানির ধারা ভারতের মেঘালয় পাহাড়ের বুক চিরে অবিরাম গতিতে নিচে নেমে এসেছে। লালঘাট ঝর্ণার পানি প্রবাহ লালঘাট গ্রামের পশ্চিম দিকে আঁকা-বাঁকা ছড়া রূপে সংসার হাওরের মিঠা পানির সাথে মিলিত হয়েছে। 

লালঘাট গ্রামের একপাশে দাঁড়িয়ে ভারতীয় সীমানায় থাকা চুনা পাথরের পাহাড়, ভারতীয় লাল ঘাট ও বিএসএফ জোয়ানদের ক্যাম্প দেখা যায়। আর তাই  সীমান্ত এলাকায় সাবধান, আইন ও নিয়ম বহির্ভূত কোন কর্মকাণ্ড বা আচরণ করবেন না প্লিজ লাগে। যারা যেতে চান, সুনামগঞ্জ (Sunamganj) ঘুরতে তারা পয়েন্ট অফ ভিউ সুনামগঞ্জ (Sunamganj) সিরিজের আগের দুটো পর্ব দেখে ভুলবেন না। কিভাবে যাবেন কোথায় থাকবে বিস্তারিত পাবেন গত দুটো পর্বে। সুনামগঞ্জ (Sunamganj) এর ব্যাপক ন্যাচারাল বিউটি গিলতে গিলতেই আজকের মত এখানেই ইতি টানছি। আবারো দেখা হবে অন্য কোথায়। ততো দিন পর্যন্ত ভাল থাকবেন আল্লাহ হাফেজ। আর হ্যা ভাল কথা, ঘুরতে যান, ট্যুরে যান,  ট্র‍্যাকিং এ যান। যেখানে মন চায় যান। যেভাবে মন চায় যান। তবে প্রকৃতি ও পরিবেশের ক্ষতি হয় এমন কিছুই করবেন না। 

Point of View: Sunamganj । EP: 03

সময় করে ফুল HD তে দেখতে পারেন লালঘাট ও লাকমাছড়া নিয়ে ভ্লগ।

https://www.youtube.com/watch?v=Xw1NCYJ0nmU&t=1s&ab_channel=BISKUTPAGLA

On the way to teker ghat


Shadha Pathor


India border in Sunamganj teker ghat


Teker ghat Sunamgang


Teker Ghat


Water in teker ghat

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *