সিন্দুকছড়ি I মহালছড়ি I RANGAMATI I BANDARBAN I KHARACHARI I mahfuj ullah tusher I 2024
সিন্দুকছড়ি I মহালছড়ি I RANGAMATI I BANDARBAN I KHARACHARI I MAHFUJ ULLAH TUSHAR I 2024
ঢাকা, খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবান, থানছি, আলীকদম বাইক ট্যুরঃ
পর্ব ১- সিন্দুকছড়ি মহালছড়ি হয়ে রাঙামাটি।
আমাদের টিম অনেক দিন প্লান করতেছিলাম পাহাড়ি রাস্তায় একটা বাইক ট্যুর দিব। কিন্তু সময় সুযোগ হচ্ছিলো না। প্লান করার এক পর্যায়ে আমরা মোট ৮ টা বাইক, ১২ জন টিম মেট যাব সিদ্ধান্ত নেই ঢাকা থেকে সিন্দুকছড়ি মহালছড়ি হয়ে রাঙামাটিতে ক্যাম্পিং করবো। সেখান থেকে বান্দরবান থানছি হয়ে আলীকদম দিয়ে বের হবো। কিন্তু যাত্রার দিন অনেক বৃষ্টি শুরু হলে আমাদের টিমের চারজন মোট ৩ টা বাইক না যাবার সিদ্ধান্ত নেয়। শেষ অব্দি আমাদের টিম হয় ৮ জনের মোট বাইক সংখ্যা ৫। আমরা যাত্রার দিন রাত ১২.০০ টায় কাচপুর ব্রিজ থেজে রওনা হই ফেনীর বাড়ইয়ার হাটের উদ্দেশ্যে। রাস্তায় প্রতি ঘন্টায় একসুসদীসসগক্সঞ্চ
দিয়ে আড্ডা দিতে দিতে ভোর ৪.৩০ টায় ফেনীতে পোছাই। সেখানে গিয়ে ২.০০ ঘন্টার বেশি সময় বিশ্রাম নিয়ে অপেক্ষা করতে থাকি সকাল হবার জন্য কারণ পাহাড়ি রাস্তায় অন্ধকারে রাইড় করা নিরাপদ নয়। আমরা সকাল সারে ছয় টায় আমাদের যাত্রা শুরু সিন্দুকছড়ি মহালছড়ি হয়ে রাঙামাটির দিকে। পাহাড়ি রাস্তায় জীবনের প্রথম বারের ড্রাইভিং ছিলো অনের রোমাঞ্চকর। আমরা রাস্তায় কিছুক্ষন পর পর বিশ্রাম নিচ্ছিলাম আর উপভোগ ককরছিলাম প্রকৃতির রূপ। আমাদের আগের রাতের না ঘুমানোর ক্লান্তি একবারের জন্যও ফিল করি নাই। আমরা দুপুর ২.৩০ এ রাঙামাটি পোছাই এবং ক্যম্পিং প্রস্তুতি নেই।
ভিডিও লিংক – https://youtu.be/susdIssGXnc