NURUL ARSHAD SARJON
জাফলং। লালাখাল । SYLHET I NURUL ARSHAD SARJON I BANGLADESH I 2024
our = Dhaka – Sylhet
১০/১১ তারিখ আমি আর আমরা বন্দু প্রেন করি যে সেন্টমার্টিন যাব ….
তারপর প্রেন পর্রিবর্তন করে ঠিক করি যে , সিলেট যাব ..
টিকেট আগেই অনলাইন এ কেটে রেখেছিলাম ( ট্রেন টিকেট – ৩৪০ )
১৫/২/২০২২
রাতে কমলাপুর চলে আসলাম ।ট্রেনে উঠার আগে রাতের খাবার খেয়ে আসলাম ( জন প্রতি ৭০ টাকা করে ) । ট্রেন যাএা শুরু করেছে ৮.৫০ শে ( যদিও ৮.৩০ শে ছাড়ার কথা ছিল ) । এর মধ্যে শ্রীমঙ্গল পার হওয়ার পর লাওয়াছড়া জংগলের ভিতর ট্রেন হঠাৎ করে থেমে যায় , তখন রাত আনুমানিক ২/২.৩০ । পরে জানতে পারলাম ঘন কুয়াসার কারনে রেল লাইন অনেক স্লীপারি হয়ে গেয়ে , ট্রেন কোন ভাবেই এগোতে পারতেছেন না , রেল লাইনের উপর বালুর দিয়ে মোটামুটি যাওয়ার হয় ট্রেন আসতে আসতে যাওয়া শুরু করছিল , ঐ জায়গায় আনুমানিক ৩০ মিনিট + বসে থাকতে হইছিল ।
১৬/২/২০২২
#জাফলং
ট্রেন সিলেট পৌছে সকাল ৫.৩০ শে । নেমে সকালের নাস্তা জনপ্রতি ৫০ টাকার মধ্যে করে নেই । স্টেশন থেকে বার হয়ে CNG নেই সুবহানিঘাট পর্যন্ত ভাড়া জন প্রতি ১৫ টাকা করে ( Local ) । সুবহানিঘাট থেকে জাফলং এ যাওয়ার বাসে উঠে পড়লাম ( ভাড়া – ১৩০ ) ।
বাসে ৯ টায় যাএা শুরু করে , জাফলং পৌছে ১০.৩০।
জাফলং যেয়ে ভিতরে ডুকার টিকেট নিয়ে নিলাম ( টিকেট – ১০ টাকা ) । জাফলং ঘুরে আসার সময় দুপুরের খাবার খেয়ে বের হলাম ( জনপ্রতি ১৫০ টাকা ) ।
#লালাখাল
জাফলং থেকে বাসে উঠে পরলাম সারিঘাট নামব ( ভাড়া – ৩৫ টাকা ) । সারিঘাট থেকে অটো তে উঠলাম লালাখালের উদ্দেশ্য ( ভাড়া – ১০০ টাকা ; জন প্রতি ৩৫ টাকা করে )
আপনারা চাইলে জাফলং থেকে CNG দিয়ে লালাখাল পর্যন্ত যেতে পারবেন ( ভাড়া – ৭০০/৮০০ )
অটোতে লোকাল ভাড়া – ২০ টাকা
Rejabe- ১০০ টাকা
লালাখাল থেকে নৌকা নিলাম ১ ঘন্টার জন্য ( ৬০০ টাকা করে ) ।লালাখাল এ পানির রং টা দেখেই সারাদিনের ক্লান্তি দুর হয়ে গেল ।
১ জন গেলেও আপনাকে ৬০০ দিতে হবে ৬ জন গেলেও ৬০০ দিতে হবে )
১ ঘন্টা ঘোরা ৬০০
লালাখাল ঘুরে সেখান থেকে সারিঘাট পর্যন্ত আসলাম অটো দিয়ে ( জনপ্রতি ২০ টাকা – Local ) ।সারিঘাট থেকে দরগা গেইট পর্যন্ত আসলাম CNG দিয়ে ( জন প্রতি ১০০ টাকা করে – Local )
আপনারা বাসে ও আসতে পারেন ( ভাড়া ৭০/৮০ টাকা ) ।ঘুরে আসতে আসতে সন্ধ্যা হয়ে যায় ।
রাতে থাকার জন্য একটা হোটেল নিলাম ( ৪৫০ টাকা করে – ১ রাত ) । রাতে খেতে বের হলাম ( জনপ্রতি ২০০ টাকা করে ) ।
১৬ / ২ / ২০২২
আজকে সকালের ট্রেনে ঢাকা বেক করব ( ট্রেন সকাল ৬.১৫ মিনিটে ; টিকেট আগেই কেটে রেখেছিলাম ) । টিকেট জন প্রতি ৩৪০ টাকা করে ।
সকালে ঘুম থেকে উঠে রেল স্টেশনের জন্য বের হয়ে গেলাম । দরগা থেকে অটো নিলাম রেল স্টেশন পর্যন্ত ৫০ টাকা করে ।
*** একা সিলেট গেলে আপনার Per Person খরচ হবে ( ২৬৩৫ টাকা )