Liton Sen
মারায়ংতং পাহাড় I দামতুয়া ঝর্না I আলীকদম I BANDARBAN I Liton Sen I 2024
চট্টগ্রামের নতুন চান্দগাও অথবা নতুন ব্রীজ থেকে চকরিয়া যাবেন।চকরিয়া পর্যন্ত ক্লোজডোর সার্ভিসের কতগুলো বাস পাবেন,তবে ভাড়া কত জানি না,খুব সম্ভবত ২০০ থেকে ৩০০ এর মধ্যে থাকতে পারে।যাওয়ার সময় লোকাল বাসে করে ২৫০ টাকা দিয়ে গেছিলাম।তবে লোকাল বাসে করে গেলে দরদাম করে উঠবেন।কেননা আসার সময় ঈগল পরিবহনে করে ১৮০ টাকা দিয়ে পার হেড আসছিলাম।চকরিয়া থেকে আলীকদম বাজারের একটু আগে নেমে যাবেেন যেখান থেকে মারায়ংতং পাহাড়ের ট্র্যাকিং শুরু হয়।অবশ্য ইয়াছিন ভাইয়ের দোকানের কথা বললে হয়ে যাবে।সেখান থেকে যাথা শুরু।ও মারায়ংতং পাহাড়ে বিভিন্ন ট্যান্ট, খাবার দাবার সরবরাহ করে থাকে।অনেকে ফোন করে বুক করে রাখে।আমি আবার গন্তব্যস্হলে না যাওয়া পর্যন্ত কোনোকিছু প্রিবুক করে রাখিনা কারণ দাম যত বেশী হোক আর কম হোক দেখে শুনে ভালো লাগলে ঠিক করবো।তবে ইয়াছিন ভাইয়ের নামে প্রচুর খারাপ কথা শুনছিলাম বাজারে নেমে + আমাদের সাথে ঢাকার ৪ জনের একটা গ্রুপ এড হয়েছিলো দামতুয়া যাওয়ার সময় ওদের ও কেও নাকি বাজে সার্ভিস প্রোভাইড করছিলো। যাইহোক আমাদের যাএা শুরু সকাল ৬:৩০ টায়। কিন্তু আমার একটা ফ্রেন্ড সিলেট থেকে আসতে ৮টা বেজে যায়৷ এদিকে ঔইদিন মিলাদুন্নবী হওয়ায় আমাদের যাএা ৮:৩০ টার দিকে শুরু হলেও চকরিয়া পৌছাইতে দুপুর ২টা হয়ে যায় যদিও ২/৩ ঘন্টার পথ। চকরিয়া নেমে খাওয়া দাওয়া শেষ করলাম। সেখানে খাওয়া দাওয়ার খরচ ৭৪০ টাকা(মুরগী ৬০টাকা,ভাত ২০(ফুল প্লেট),ডাল ৬০ টাকা,ভাজি ৬০ টাকা। এরপর চান্দের গাড়ী করে পারহেড ১১০ টাকা করে আলীকদম বাজারের আগে নেমে পড়ি।
তারপর ঔইখান থেকে ৬ জনে ১২ লিটারের মতো পানি + হালকা নাস্তা নিয়ে যাএা শুরু করি।কারণ কোনো কিছু না পাইলে হালকা নাস্তা + পানি শেষ ভরসা।কারণ ২/৩ দিনের মতো বন্ধ আর প্রচুর মানুষ আসছিলো এবং মারায়ংতং পাহাড়ের উপরে সবকিছুর দাম বাড়তি থাকবে। বাজার থেকে টমটম করে ১৫ টাকা দিয়ে পাহাড়ের নিচে অবধি যায়। অতঃপর ট্র্যাকিং শুরু করি আর ২/৩ ঘন্টার মতো লাগে। যাদের ট্র্যাকিং করার অভ্যাস আছে তাদের জন্য ঠিক আছে না হয় প্রচুর কষ্ট হবে উঠতে আর বিকল্প ব্যবস্হা হিসেবে বাইকে করে উঠতে পারবেন।জনপ্রতি ১০০/৩০০ টাকা নিতে পারে।তবে আমরা হেটে উঠেছিলাম।৩টায় যাএা শুরু করেছিলাম সন্ধ্যা ৬টার দিকে পৌছায়। সেখানে ৩টা দোকান আছে টুকটাক সব কিছু ঔইখানে পাওয়া আছে। সেখানে ১টি দোকান থেকে আমরা ২টি তাবু ভাড়া করি সেখানে লোকজন বেশী যাওয়ায় ওরা পারহেড প্যাকেজে ৫৫০ টাকা করে নিয়েছে। প্যাকেজে ছিলো বারবিকিউ,৩টা পরোটা,ঝাল-মুড়ি।রাতে ট্যান্টে ২/৩ ঘন্টার মতো ছিলাম। ভোর ৪টার দিকে জাদি মন্দিরে পাহাড়ে উঠে গেলাম। কারণ মারায়ংতং পাহাড়ে মূল আকর্ষন হলো মেঘ আর সূর্যোদয়।ঔইদিন পূর্নিমা ও ছিলো।সেরা একটা রাত কাটানোর পরে সকালের মেঘের খেলা আর সূর্যোদয় মনে রাখারা মতো। তারপর সকাল ৭টার দিকে রওনা দিলাম ৯টায় নিচে পৌছালাম কারণ পরের ডেস্টিনেশন দামতুয়া ঝর্না। পাহাড়ের নিচে আর একটি ঝর্না আছে সাইনবোর্ড আছে ওই পথ অনুসরণ করে গেলে ১ ঘন্টার মধ্যে চলে আসতে পারবেন। আমাদের সময় কম থাকায় আমরা ডিম খিচুড়ি খেয়ে ওইখান থেকে আমরা আলীকদম বাস স্টেশনে চলে আসলাম।আলীকদম বাস স্টেশন পর্যন্ত রেট ৩০ টাকা করে। এরপর চাঁদের গাড়ী করে ১৮ কিমি আপ-ডাউন রেট ৪০০০ টাকা বলে।সেখানে দালালের সিন্ডিকেট থাকায় আমরা পান বাজার চলে আসলাম(জনপ্রতি ১০ টাকা করে)। পান বাজার থেকে ১৮ কিমি আপ-ডাউন ২টা সিএনজি নিলাম ৩০০০ টাকায়(টোটাল ১০ জন)।
তবে সব জায়গায় চেক-পোস্ট পড়বে সেখানে সবার আইডি কার্ড দিতে হবে। আইডি কার্ডে নিজের নাম্বার এবং ঘরের নাম্বার লিখতে হবে। অতঃপর ১৮ কিমি নেমে আমরা একটা গাইড নিলাম। তবে অনেক ঝামেলা পোহাইতে হলো।কারণ গাইড পান বাজার অথবা বাস স্টেশন থেকে নিতে হবে।অবশেষে আমরা ১৮ কিমি থেকে একটা গাইড নিলাম ১১০০ টাকা দিয়ে।ওইখানকার পাহাড়িদের সাথে কথা বলে যা বুঝলাম ওইখানে ইয়াছিনের সিন্ডিকেট। ১৮ কিমি থেকে দামতুয়া পর্যন্ত আপ-ডাউন ৬ ঘন্টা লাগবে।তবে মেয়ে মানুষ না যাওয়া উওম কারণ উঁচু নিচু অনেক খাড়া পাহাড় পড়বে যা অনেক রিস্ক ও ঝিরি ও পড়বে অনেক।আর হেঁটে বিশ্রাম করা ছাড়া টানা হাঁটলে কমপক্ষে ৩ ঘন্টা লাগবে।দামতুয়া ঝর্নার আগে একটা ঝর্না পড়ে আমরা নামি নাই কারণ আমাদের সময় কম ছিলো আর সন্ধ্যার আগে পৌঁছাতে হবে। কেননা মোবাইল দিয়ে রাতে হাঁটা মানে পুরোই রিস্ক। সন্ধ্যা ৬টায় নাস্তা করে আমরা আবার পান বাজার। পানবাজার নেমে খাবার দাবার খেয়ে তারপর আলীকদম বাস স্টেশন। আলীকদম বাস স্টেশন থেকে চকরিয়া।
জীবন সুন্দর যদি জীবনকে উপভোগ করা যায়
জীবনকে উপভোগ করার মূল মন্ত্র হলো ভ্রমন