ভ্রমণওয়ালা – Vromonwala
BLISS ECO VILLAGE I BANDARBAN I VROMONWALA I BANGLADESH I 2024
এবারের বান্দরবান ট্রিপের শেষ দিনে ছেলেমেয়েকে নিয়ে একটু খোলামেলা পাহাড়ি পরিবেশে থাকতে চেয়েছিলাম। সেই ভাবনা থেকেই পাহাড়ের কোলে গড়ে তোলা ব্লিস ইকো ভিলেজে থাকা। বাঁশ, কাঠ, বেত আর ছনের সমন্বয়ে গড়ে তোলা হয়েছে এখানকার দ্বিতল বাড়ি, বৃক্ষ বাড়ি আর যুগল বাড়ি। এই বাড়িগুলোর কাঠামো খুব অদ্ভুত আর ইন্টারেস্টিং। সবকিছু কেমন যেন অগোছালো ভাবে গোছানো।
সামনেই বসে আরাম করার জন্য রয়েছে গাছ আর দড়ি দিয়ে বিশেষভাবে বানানো আরাম কেদারা। এছাড়াও দোল খাওয়ার জন্য আছে গোটা দুয়েক দোলনা আর গাছের ডাল দিয়ে বানানো একটা পাখির বাসা। আমার প্রোফাইলে পুরো ট্রিপের বিস্তারিত ভিডিওসহ দেয়া আছে।
এখানকার সবচেয়ে সুন্দর জায়গা হলো এর মাচাংটা। সারাক্ষণই বাতাস বইতে থাকে। এখানে অলসভাবে বসে থেকে পাহাড়ের দিকে তাকিয়ে থেকেই একটা বেলা বা দিন পার করে দেয়া যায় চাইলে। আমার বাচ্চারা ছুটোছুটি করে দারুণ একটা দিন পার করেছে।